প্রাথমিকের ৪৫ হাজার শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠানের জন্য আগামী সোমবার (১৬ মে) থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২১ মে (শনিবার) পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আগামী ২০ মে (শুক্রবার) প্রাথমিকের ৪৫ হাজার শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৬ থেকে ২১মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সব ভিজিটর প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে অধিদপ্তর।
জানা গেছে, আগামী শুক্রবার (২০ মে) ৩০ জেলায় প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৮ জেলার সবকয়টিতে এবং ২২ জেলার আংশিক পরীক্ষা হবে। এদিন মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।