বিএনপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষাঙ্গণকে অস্থিতিশীল করে বিএনপি একটা বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে দেশের মানুষ যখন আনন্দে উদ্বেলিত, তখনই তারা ষড়যন্ত্র শুরু করেছে।
বুধবার (১ জুন) গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নবীনবরণ ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সলুশনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। দীপু মনি বলেন, ‘৭১-এর পরাজিত অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে, ৭৫-এর হত্যাকারী, ২০০৪-এর গ্রেনেড হামলাকারী, ২০১৩-১৪-এর অগ্নিসন্ত্রাসীরাই দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, রেজিস্ট্রার আশরাফ উদ্দিন প্রমুখ। প্রতিষ্ঠানটির দুটি প্রোগ্রামের আওতায় এবার ২০২০-২১ সেশনে ১০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর আগে কুড়িগ্রামের একটি স্কুলের সঙ্গে ব্লেন্ডেড লার্নিং সলুশন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমঝোতা হয়।