মার্চ ১৯, ২০২১, ০২:১৮ এএম
আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে নিজেদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশী ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এছাড়া সাময়িক সময়ের জন্যে রাজধানীর কয়েক জায়গায় যান চলাচল বন্ধও থাকতে পারে। এই যানজটের ঝামেলা এড়াতে এমন পরামর্শ দিয়ে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সকল পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিতে হবে। যাতে পরীক্ষার্থীরা সকাল ০৮.৩০ ঘটিকার মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এ সাময়িক অসুবিধার জন্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’