দেশে গরমের প্রকোপ বৃদ্ধিতে শিশুদের রোগব্যাধী ও যানজটের মাত্রা বেড়ে যাওয়ায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তা করা হলেও রমজানে ছুটির বিষয়ে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এমতাবস্থায় প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাড়ছে না। আগামী ২২ এপ্রিল তথা ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের শ্রেণিতে পাঠদান চলবে।
সোমবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকে ছুটির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। আগেই সিদ্ধান্তই বহাল আছে। প্রাথমিকে ২০ রমজান পর্যন্ত ক্লাস চলবে। তবে মাধ্যমিক স্তরে রমজানের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে শুনেছি।
এদিকে, পুরো রমজান ছুটি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছিল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি। এর কারণ তারা জানিয়েছে, চৈত্র মাসের প্রচণ্ড গরমে রোজা রেখে ক্লাস নেওয়া খুবই কষ্টসাধ্য হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদিন স্কুল শেষে ইফতার প্রস্তুতি, ইবাদত-বন্দেগী ও সংসার পরিচালনা খুবই কষ্টকর হবে ৮০ শতাংশ নারী শিক্ষকের।