শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২১, ০৬:৩২ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জনু পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলবে বলেও তিনি জানান।

বুধবার (২৬ মে) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের যে পরিস্থিতি আছে মহামারীর, তার সাথে সম্প্রতি ঈদযাত্রার কারণে কিছুটা সংক্রমণের হার বেড়েছে। কোনো কোনো জেলায় সংক্রমণের হার বেশ বেড়েছে। সে কারণে সবগুলো বিষয় বিবেচনা করেই ১২ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের করোনার টিকা নিশ্চিত করেই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে। বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেয়া হবে। এরপর সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। টিকা নিশ্চিত করার পরই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, হয়ত স্কুলগুলো আগে খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে টিকার ওপরে। তবে আশা করা হচ্ছে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে পারব।

অনুষ্ঠানে অন্যদেরে মধ্যে  উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. জি এম হাসিবুল আলম।

সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ মে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা ছিল। দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়। মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Link copied!