আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীরা প্রায় সময়ই লটারিতে বড় অংকের টাকা জিতে আলোচনায় আসেন। এবারও লটারিতে ভাগ্য খুলেছে এক বাংলাদেশি প্রবাসীর। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় সাপ্তাহিক মাহরুজ লটারিতে বিজয়ী হয়েছেন তিনি। এতে প্রায় ১০ লাখ দিরহাম জিতেছেন মোহাম্মদ নামের ওই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি ৮৬ লাখ টাকা।
আজ রবিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ খবর জানা গেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, বিজয়ী বাংলাদেশির নাম মোহাম্মদ। তাঁর লটারি র্যাফেল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬।