সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৭:২৩ পিএম
বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ নিয়ে ইমিগ্রেশনে যাচাই-বাছাই ফাঁকি দিয়ে থাইল্যান্ডে প্রবেশ করার চেষ্টা করতে গিয়ে আটক হয়েছে ৭ বাংলাদেশি। দেশটির সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই পর্যটন পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
দেশটির থাইগার সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তার সাত ব্যক্তির সবাই পুরুষ। বৌদ্ধ ভিক্ষু সাজতে টাক হয়ে যান ওই ৭ বাংলাদেশি। স্থানীয় লোকজন এবং কর্মকর্তাদের মাঝে মিশে যেতে এই কৌশল নিয়েছিলেন তারা। ৪৬ বছর বয়সী রূপদার নেতৃত্বে এই দলটির গন্তব্য ছিল মালয়েশিয়া।
দলটি বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার হয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
থাইল্যান্ডের দ্য পাতায়া নিউজের প্রতিবেদনে বলা হয়, বৌদ্ধভিক্ষু পরিচয় দিলেও এই সাত ব্যক্তির সাথে সাধারণ পোশাক ছিল। তাছাড়া বৌদ্ধভিক্ষু পরিচয়ের সপক্ষে তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এই বিষয় উদ্ঘাটনের পর তাঁদের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্তে পৌঁছায় যে তাঁরা তাঁদের দাবি অনুযায়ী, বৌদ্ধভিক্ষু নয়। গ্রেপ্তার সাত ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।