দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৩, ০৫:৩৪ এএম

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

চাঁদা দিতে অস্বীকার করায় দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে জামাল শেখ (৪২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন। নিহত ব্যক্তির বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার জানায়, ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ব্যবসা শুরু করেন জামাল শেখ। মৃত্যুর ঘটনার ১০ দিন আগে স্থানীয় সন্ত্রাসীরা তাঁর দোকানে গিয়ে চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকার করেন। উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা দোকানে এসে তাঁকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচা মিল্লাত শেখ বলেন, আমার ভাতিজা জামালকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। তাঁর মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েছি। লাশ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Link copied!