সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুজন।
দেশটির পূর্বাঞ্চলীয় দাম্মাম প্রদেশের আল-হাসা জেলায় স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দূতাবাস কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, মো. ফিরুজ সরদার আলী ও মো. রব হোসাইন।
দূতাবাস কর্তৃপক্ষ জানায়, আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। এতে কারখানাটির ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে প্রাদেশিক ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে এক ভারতীয় নাগরিকও রয়েছেন।