ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:৫১ এএম
বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা , ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা ক্রমাগত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে। সকাল ৯টা ৩৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএআরের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯১।
একই সময়ে, নেপালের কাঠমান্ডু ১৯৮ একিউআই স্কোর নিয়ে প্রথম এবং উগান্ডার কাম্পালা ১৮৪ একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল।
একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে বাতাসের মান `অস্বাস্থ্যকর` হিসেবে বিবেচিত হয়, যা সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণ সমস্যায় ভুগছে। শীতকালে বাতাসের মান সাধারণত খারাপ হয় এবং বর্ষাকালে কিছুটা উন্নতি হয়। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত কারণে মারা যায়।