ঘূর্ণিঝড় আইলার মতোই তান্ডবের সম্ভাবনা ‘রেমাল’ এর

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২৪, ০৭:৩০ পিএম

ঘূর্ণিঝড় আইলার মতোই তান্ডবের সম্ভাবনা ‘রেমাল’ এর

দ্যা রিপোর্ট ডট লাইভ

ঘূর্ণিঝড় আইলার মতোই তান্ডব চালানোর সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর। রোববার (২৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো: আজিজুর রহমান জানান, “আজ সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি মংলা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। তবে ইতিমধ্যে এর অগ্রভাগ বাংলাদেশে প্রবেশ করেছে। যার ফলে সাতক্ষীরার কিছু কিছু এলাকায় বেড়ি বাঁধ ভেঙে গেছে।”

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী পায়রা সমুদ্র বন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ‘রেমাল’। 

ঘূর্ণিঝড়টি কেন্দ্রে প্রবেশের পর ঘন্টায় বাতাসের গতিবেগ ১২০ কি মি পর্যন্ত হতে পারে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরসহ উপকূলীয় ১৪ টি জেলা খুলনা,সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা,পটুয়াখালি ও তাদের অদূরবর্তী দ্বীপ সমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া কক্সবাজার, চট্রগ্রাম,ফেনী,নোয়াখালি ও চাঁদপুরের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। খুলনা,সাতক্ষীরা, বাগেরহাট ,পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা পটুয়াখালি,ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দর সমূহকে ৪ নম্বর নৌ মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে উপকূলীয় এসব জেলায় ৮-১২ ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া বিভিন্ন জেলার পাহাড়ি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে ভূমি ধ্বস হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র থেকে স্থলে প্রবেশের ৩-৪ ঘন্টা পর আস্তে আস্তে দূর্বল হতে শুরু করবে ‘রেমাল’। তবে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে রোববার রাত থেকেই ঢাকাসহ সারাদেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Link copied!