ঢাকাসহ ২০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২৪, ০৫:৫৫ এএম

ঢাকাসহ ২০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রতীকী ছবি

ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ-পূর্ব দিক থেকে সেটা আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: ক্ষয়ক্ষতি ১৯ জেলায়, ৭ জেলায় ১৬ জনের প্রাণহানি

মঙ্গলবার (২৮ মে) দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশব্যাপী প্রায় অর্ধেক টেলিযোগাযোগ সেবা ব্যাহত

গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকায় ১৫১ মিলিমিটার রেকর্ড করা হয়।

Link copied!