বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কেবিনে রোগী ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২৩, ১২:৪৯ এএম

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কেবিনে রোগী ভর্তি শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে কেবিনে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উপস্থিতিতে মঙ্গলবার (২২ আগস্ট) হাসপাতালের সপ্তমতলায় কেবিনে এ রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়।

একই সঙ্গে সুপার স্পেশলাইজড হাসপাতালের তৃতীয়তলায় কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টারে হাসপাতালের প্রথম ৫০ জন রোগীর সফলভাবে এনজিওগ্রামসহ স্টেন্টিং বা রিং বসানোর কার্যক্রমের বিষয়ে উপাচার্যকে অবহিত করেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনের পর একই বছরের ২৭ ডিসেম্বর থেকে ৫টি সেন্টারে ১৪টি বিভাগের বহির্বিভাগে বিশেষজ্ঞ সেবা প্রদান শুরু হয়। ইতোমধ্যে গত ২১ আগস্ট সন্ধ্যা পর্যন্ত এ হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রায় ২৬ হাজার ৯৯ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ সেবা নিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনের পর একই বছরের ২৭ ডিসেম্বর থেকে ৫টি সেন্টারে ১৪টি বিভাগের বহির্বিভাগে বিশেষজ্ঞ সেবা প্রদান শুরু হয়। ইতোমধ্যে গত ২১ আগস্ট সন্ধ্যা পর্যন্ত এ হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রায় ২৬ হাজার ৯৯ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ সেবা নিয়েছেন।

বিএসএমএমইউ উপাচার্য জানান, ২০২৩ সালের ৫ জুলাই এই হাসপাতালে আন্তঃবিভাগ চালু করা হয়। গত ২০ আগস্ট পর্যন্ত অন্তঃবিভাগ থেকে জেনারেল ওয়ার্ডে ১২৩ জন রোগী, করোনারী কেয়ার ইউনিটে ৭২ জন রোগী সেবা নিয়েছেন। আন্তঃবিভাগ চালুর পর কার্ডিওভাস্কুল সেন্টারের হৃদরোগ বিভাগে ৫০জন রোগীর দেহে করোনারী এনজিওগ্রাম ও স্টেন্টিং (রিং) সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

Link copied!