রাজধানীতে আসছে বুধবারই একজন নার্সকে দিয়ে শুরু হচ্ছে বহুল কাঙ্খিত কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। আর দেশব্যাপী এই কার্যক্রম শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। শনিবার রাজধানীর একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলেও তিনি জানান।
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা আট হাজার ছাড়াল। সরকারি হিসাব মতে, দেশে এখন কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন।
স্বাস্থ্য সচিব জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে প্রথম টিকা দেওয়া হবে। এছাড়া, আরও ২৪ জনকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে করোনাভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা হিসেবে পরিচিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকেরা থাকবেন।
তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রি হাসপাতালে টিকাদান কর্মসূচি চলবে।
রাজধানীতে প্রথমে ৪০০-৫০০ জনকে টিকা দিয়ে তাদেরকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। পরে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে টিকাদান কার্যক্রম ।
বৃহস্পতিবার ভারত থেকে উপহার পাওয়া সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আসার পরই সরকার টিকাদান শুরুর চুড়ান্ত সিদ্ধান্ত নেয়।