সাধারণ লেবুর তুলনায় প্রায় ১৭ গুণ বড় লেবুটি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২২, ০২:৩৭ পিএম

সাধারণ লেবুর তুলনায় প্রায় ১৭ গুণ বড় লেবুটি

টামি ওয়ারেন যুক্তরাজ্যের বাসিন্দা। একটি বেকারি চালান তিনি। বেকারির জন্য বাজার করতে গিয়েছিলেন পাশের একটি খামারে। উদ্দেশ্য ছিল তাজা ফল ও সবজি নিয়ে ফিরবেন। সেখানে একটি লেবুতে চোখ আটকে যায় তাঁর। লেবুটির আকার স্বাভাবিকের চেয়ে অনেক বড়। ওজন প্রায় দুই কেজি। সেই লেবু কিনে ঘরে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে পোস্ট করেছেন এই নারী। লিখেছেন, ‘আমার শিশুসন্তানের মাথার আকারের চেয়েও বড় লেবুটি!’

বিশালাকারের এই লেবু নিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, টামি ওয়ারেনের বাড়ি যুক্তরাজ্যের নর্থ উইল্টশায়ারে। সেখানেই তাঁর বেকারি। বেকারির জন্য রান্নার উপকরণ কিনতে ১৯ মার্চ তিনি চিপেনহাম এলাকার একটি খামারে যান। সঙ্গে ছিলেন স্বামী ও দুই সন্তান। ওই খামারের ফল ও সবজির দোকানে ছিল বিশালাকার লেবুটি। পাঁচ পাউন্ডে লেবুটি কেনেন টামি ওয়ারেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বাড়িতে এনে লেবুটি মেপেছি। এটি সাধারণ লেবুর তুলনায় প্রায় ১৭ গুণ বড়। লম্বা প্রায় ৯ ইঞ্চি, ওজন ১ দশমিক ৮ কেজি। আমি আমার জীবনে এত বড় লেবু আগে দেখিনি। উইল্টশায়ার কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি সেন্টারে লেবুটি চাষ করা হয়েছে।’

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় লেবুর রেকর্ড ইসরায়েলের দখলে। দেশটিতে চাষ করা ওই বিশালাকার লেবুর ওজন পাঁচ কেজির বেশি।

Link copied!