টালমাটাল রাজনৈতিক অবস্থার মধ্যে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের জন্য ২৫ মার্চ শুক্রবার পার্লামেন্টে গুরুত্বপূর্ণ অধিবেশন আহ্বান করেছেন স্পিকার আসাদ কায়সার। পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়, আজ রবিবার স্পিকারের কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে।
২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে এবারের অনাস্থা প্রস্তাবটিকে তাঁর জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ মাসেই বিরোধী দলের জোটের পক্ষ থেকে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। বিরোধী দলগুলোর দাবি, পার্লামেন্টে ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের এক ডজনের বেশি সদস্য এখন তাঁর পাশে নেই। এমনকি তাঁর সরকারের জোট শরিকেরাও বিরোধী দলের প্রতি ঝুঁকেছেন।
রয়টার্স বলছে, ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ফলে দক্ষিণ এশিয়ার পারমাণবিক ক্ষমতাধর দেশটির রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ৮ মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য অধিবেশন ডাকতে স্পিকার আসাদ কায়সারের প্রতি লিখিত আবেদন জানায় তারা। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, লিখিত আবেদন জমা পড়ার ১৪ দিনের মধ্যে স্পিকারকে আলোচনার জন্য অধিবেশন ডাকতে হবে। তার মানে হলো, ২২ মার্চের মধ্যে অধিবেশন আয়োজন করার কথা।