আবারও ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২২, ১০:৩৯ পিএম

আবারও ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া

শেষ পর্যন্ত নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। এর আগে তারা হুঁশিয়ারি দিয়েছিল যে, এই গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হবে অথবা একেবারেই বন্ধ করে দেওয়া হতে পারে। কিন্তু ১০ দিনের রক্ষণাবেক্ষণ শেষে সরবরাহ শুরু হয়েছে। তবে তা স্বাভাবিকের চেয়ে মাত্রায় কিছু কম। এর আগে রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছিল। এর মধ্যে গ্যাস সরবরাহের ঘটনায় কিছুটা স্বস্তি এসেছে ইউরোপীয় দেশগুলোতে। 

রাশিয়া যদি ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আগামী সাত মাস ইউরোপের দেশগুলোকে শতকরা ১৫ ভাগের কম গ্যাসের ব্যবহার কমিয়ে আনার জন্য বুধবার আহ্বান জানায় ইউরোপিয়ান কমিশন। গত বছর ইউরোপে যে পরিমাণ গ্যাস ব্যবহার হয়েছে তার মধ্যে শতকরা ৪০ ভাগই সরবরাহ দিয়েছে রাশিয়া। এই মহাদেশে সবচেয়ে বেশি গ্যাস ২০২০ সালে আমদানি করেছে জার্মানি। কিন্তু তারা রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা শতকরা ৫৫ ভাগ থেকে ৩৫ ভাগ কমিয়ে এনেছে। 

কার্যত জার্মানি রাশিয়ার গ্যাস ব্যবহার পুরোপুরি বন্ধও করে দিতে চায়। সে লক্ষ্যে তারা কাজ করে চলেছে। 

সূত্র: বিবিসি

Link copied!