ইউক্রেন সফরে ফ্রান্স, জার্মান ও ইতালির শীর্ষ ৩ নেতা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২২, ০৫:৪০ পিএম

ইউক্রেন সফরে ফ্রান্স, জার্মান ও ইতালির শীর্ষ ৩ নেতা

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউক্রেন সফরে গেছেন ইউরোপের গুরুত্বপূর্ণ ৩টি দেশের শীর্ষ নেতা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরণ, জার্মান চ্যাঞ্ছেলর উলাভ শুলজ এবং ইটালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘির প্রতিবেশী পোল্যান্ড থেকে রাতের ট্রেনে করে  বৃহস্পতিবার (১৬ জুন) সকালে কিয়েভ পৌছান। 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরণ

এ তিন নেতার কিয়েভ সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এ সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তারা। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন যে ইউক্রেনের পাশে রয়েছে, সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা।

ম্যাকরণ বলেছেন, যুদ্ধের শুরুর দিন থেকেই ইউক্রেনের পাশে বন্ধুর মতো রয়েছে ফ্রান্স। ফ্রান্সের জনগণ বিশ্বাস করে, যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জয়লাভ করবে।

জার্মান চ্যাঞ্ছেলর উলাভ শুলজ

জার্মান চ্যাঞ্ছেলর উলাফ শুলজ বলেছেন, আমরা শুধু একাত্বতাই প্রকাশ করতে আসিনি, সঙ্গে এ বিষয়টিও নিশ্চিত  করতে এসেছে;আমরা অর্থনৈতিক এবং মানবিক দিক দিয়ে ইউক্রেনের পাশে থাকবো এবং প্রয়োজনে অস্ত্র দিয়েও সহায়তা করবো। ইউক্রেন যতদিন নিজেদের স্বাধীনতার পক্ষে যুদ্ধ চালিয়ে যাবে, ততদিন তাদের সহায়তা অব্যাহত রাখা হবে। শুলজ বলেন, পরিস্থিতি এমন দিকে যাচ্ছে; রাশিয়া খুব দ্রুতই ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারে বাধ্য হবে।

ইটালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি

ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন সামনে রেখে এ সফরে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি নিয়েও ৩ নেতা জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৭ জুন) ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করার বিষয়ে সুপারিশ করবে ইউরোপীয় কমিশন। সম্প্রতি কিয়েভ সফর করে গেছেন কমিশনের প্রধান উরসিলা ভন ডের লিয়েন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রধান উরসিলা ভন ডের লিয়েনের সাক্ষাৎ

রুশ হামলা শুরুর ৪ দিন পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আবেদন প্রক্রিয়ার কাজ শুরু করে ইউক্রেন। যদিও গত মাসে এ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ম্যাক্রোন। তিনি বলেন, আবেদন প্রক্রিয়া বাস্তবায়ন হতে কয়েক বছর, এমনকি কয়েক যুগও লাগতে পারে। তবে বৃহস্পতিবার (১৬ জুন) নিজের বক্তব্য থেকে সরে এসে ম্যাক্রোন বলেছেন, ইউক্রেনকে ইইউভুক্ত করতে একমত হয়েছে ইউরোপ।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ নিয়ে ইউরোপের দেশগুলোর নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রতিশ্রুতি দিয়েও ইউক্রেনকে অস্ত্র সহায়তা না করার অভিযোগ রয়েছে জার্মানির বিরুদ্ধে।

ইউক্রেন পৌছে এ তিন নেতা ইরপিনের যুদ্ধ বিধ্বস্ত কয়েকটি এলাকা প্রদর্শন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য নতুন করে ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র সহায়তা ঘোষণা দেওয়ার একদিন পরই ইউরোপের শীর্ষ নেতারা ইউক্রেন সফরে গেলেন।

ইউক্রেনের সেভেরোদনেস্ক শহরে রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলার কারণে ওই শহরে আটকা পড়েছে প্রায় ১০ হাজার বেসামরিক নাগরিক। নতুন কৌশল অনুযায়ী, রুশপন্থী অধ্যষিত ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডোনবাস অঞ্চল দখলকেই টার্গেট করে হামলা জোরদার করেছে রাশিয়া।

 

Link copied!