নভেম্বর ১০, ২০২২, ০৩:০৫ পিএম
ইংল্যান্ডের ইয়র্কে ওয়াক আউট চলাকালীন রাজা চার্লস এবং রানির কনসোর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারায় এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাজার সফরের জন্য শহরের মিকলেগেট বারে অস্থায়ী বেড়ার পেছনে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকাতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজা ও ক্যামিলাকে লক্ষ্য করে ছোঁড়া চারটি ডিম উড়ে আসছে। ডিমগুলি তাদের দুজনের কাছে মাটিতে আছড়ে পড়ে। কিন্তু, সেদিকে তারা মনোযোগ দেননি। এবং অনুষ্ঠানের ক্রিয়াকালাপে ব্যস্ত ছিলেন।
বিবিসির খবরে বলা হযেছে, ২৩ বছর বয়সী ওই যুবককে ডিম ছোড়ার সময় চিৎকার করতে শোনা যায়। তিনি চিৎকার করে বলেন, ‘এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।’
এ সময় অভ্যর্থনা অনুষ্ঠানে থাকা কয়েকজন চিৎকার করে বলেন, ‘রাজাকে সৃষ্টিকর্তা রক্ষা করুক’। আবার অনেকে ‘নিপাত যাও’ বলেও চিৎকার করে ওঠেন।
আটক ওই ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বয়স ২৩ বছর। তাঁদের লক্ষ্য করে পাঁচটি ডিম ছোড়েন ওই শিক্ষার্থী।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস গত সেপ্টেম্বরে ব্রিটেনের রাজসিংহাসনে অভিষিক্ত হন। তিনি বর্তমানে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে চারদিনের এক সফরে রয়েছেন।