ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০২:১৫ পিএম
হরি ও রাম, কৃষ্ণের মতো বৈষ্ণব অবতারের ভক্তি আন্দোলনের মরমী কবি সন্তু রবিদাসের জন্মদিনে প্রার্থনায় অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি দেশটির রাজধানী দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন।
তবে শুধু প্রার্থনায় অংশ নেওয়াই নয়, ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনেও যোগ দেন মোদী। বুঝিয়ে দেন ছন্দ ছন্দে কীভাবে বাজাতে হবে তাও। তার এই ঝুমঝুমি বাজানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
পুরো ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একটি সবুজ রঙের ঝুমঝুমি নিজে খানিকক্ষণ বাজালেন মোদী। তারপর বাকিদের বুঝিয়ে দিলেন কীভাবে ছন্দে ছন্দে তা বাজবে। এরপরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে।
এদিন সকালে করোল বাগ যাওয়ার আগে নরেন্দ্র মোদী টুইট করে জানান, “ক্ষমতাসীন বিজেপি সরকার কীভাবে সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন।”
প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা ভোট। প্রথমে ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা থাকলেও শিখ গুরু সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে তা পিছিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, সন্তু রবিদাস ছিলেন রবিদাসি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা।ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং প্রধানত পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে গুরু (শিক্ষক) হিসেবে পূজিত তিনি। তিনি ছিলেন একজন কবি-সাধক, সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
শিখদের আদি গ্রন্থ এবং হিন্দু যোদ্ধা-তপস্বী গোষ্ঠী দাদুপন্থীদের পাঁচভানি হল রবিদাসের সাহিত্যকর্মের দুটি প্রাচীন সত্যায়িত উৎস। আদি গ্রন্থে রবিদাসের চল্লিশটি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনি শিখ ধর্মের সর্বাধিক প্রচলিত ধর্মগ্রন্থের ছত্রিশজন অবদাতার একজন। আদি গ্রন্থে কবিতার এই সংকলন অন্যান্য বিষয়ের মধ্যে, সংঘাত ও অত্যাচার, যুদ্ধ এবং সমাধান, এবং সঠিক কারণের জন্য নিজের জীবন উৎসর্গ করার ইচ্ছার প্রতি সাড়া দেয়। রবিদাসের কবিতায় ন্যায়পরায়ণ রাষ্ট্রের সংজ্ঞা, যেখানে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর অসম নাগরিক নেই, বৈষম্যের প্রয়োজনীয়তা এবং প্রকৃত যোগী হিসাবে বিষয়গুলি অন্তর্ভুক্ত।