ছড়িয়ে পড়ছে ওমিক্রন, বিশেষ টিকা তৈরি শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০১:১৩ পিএম

ছড়িয়ে পড়ছে ওমিক্রন, বিশেষ টিকা তৈরি শুরু

করোনার নতুন ধরন ‘ওমিক্রন ঘিরে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এই আতঙ্কের মাঝে বিশ্ববাসীর কাছে স্বস্তিদায়ক খবর হলো ফাইজার ও বায়োএনটেকের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো ওমিক্রনপ্রতিরোধী বিশেষ টিকা তৈরি করার ঘোষণা দিয়েছে। 

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের এই নতুন ধরনটি যুক্তরাজ্যের পর আরও কয়েকটি দেশে আঘাত হেনেছে। গত ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন রূপে সংক্রমিতের সংখ্যা ছিল ৩০০-র কাছাকাছি। মাত্র ৯ দিনের ব্যবধানে  বেড়ে তা  ১ হাজার ২০০ জনে পৌঁছায়।

দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ বৃদ্ধির এই হার উদ্বেগজনক। দক্ষিণ আফ্রিকা থেকে ওমিক্রন অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার পর্যন্ত ৭টি দেশ-যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, বেলজিয়াম, ইসরাইল, বতসোয়ানা ও হংকংয়ে ওমিক্রন ধরনটি শনাক্ত করা গেছে। আর সোমবার পর্যন্ত এই ভয়াবহ ধরনটি নতুন করে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, কানাডায়  শনাক্ত হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সাউথ আফ্রিকা থেকে আগত দুইটি ফ্লাইটের ৬১ জন যাত্রীর করোনা শনাক্ত হয়েছে বলে নেদারল্যান্ডস সরকার জানিয়েছে। ওইসব যাত্রীদের এখন আরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চেক রিপাবলিক নামিবিয়া থেকে আগত একজনের শরীরে করোনার নতুন ধরন  শনাক্ত করেছে চেক রিপাবলিক । সেটি ওমিক্রনের কিনা তা নিয়ে পরীক্ষা চলছে। ইউরোপীয় সেন্টার ফর ডিজিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে, ইউরোপে করোনার নতুন এই ধরন ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০২০ সালের শেষ দিকে ভারতে শনাক্ত হওয়া ডেলটা রূপ বিশ্বের ১৬৩ দেশে সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত হয়েছে কয়েক কোটি মানুষ। দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী ছিল ভারতীয় এই ধরন।

দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া তথ্যমতে, ওমিক্রনের পক্ষে ডেলটার পরিসংখ্যানকে ছোঁয়ার কোনো পূর্বাভাস নেই। কেবল মানবদেহের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা নয়। ওমিক্রনকে লড়াই করতে হবে করোনা টিকার প্রতিরোধের বিরুদ্ধেও। ডেলটা ধরনের সংক্রমণের সময় বিশ্ব জুড়ে টিকাকরণের সংখ্যা ছিল অনেক কম। এখন টিকাকরণ অনেকটাই এগিয়েছে। ফলে ওমিক্রনের পরীক্ষা আরো কঠিন।

ওমিক্রন প্রতিরোধী বিশেষ  টিকা তৈরি শুরু

করোনাটিকা উৎপাদনকারী ফাইজার ও বায়োএনটেকেরে মতো নামকরা সংস্থাগুলো করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধী টিকা তৈরির ঘোষণা দিয়েছে। এই দুটি সংস্থা আগামী ৬ সপ্তাহের মধ্যে করোনার নতুন ধরন প্রতিরোধী টিকা তৈরির কথা জানিয়েছে। শুধু তাই নয়, আগামী ১০০ দিনের মধ্যে ওমিক্রন প্রতিরোধী টিকা বাজারে আসার ঘোষণাও দিয়েছে তারা।

ভারতীয় ডেল্টা ধরনের কারণে বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রায় এক বছর সময় লেগেছে। এসময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার  টিকা উৎপাদন করে এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করে। একারণে বর্তমান বিশ্বে করোনাভাইরাসের চোখ রাঙানি অনেক কমে গেছে।

তবে ডেল্টার চেয়ে ওমিক্রন প্রতিরোধে বৈশ্বিক প্রস্তুতি অনেক বেশি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আবিষ্কারের পর দক্ষিণ আফ্রিকা ও তার প্রতিবেশি ৬ দেশের সঙ্গে ভ্রমণে বাংলাদেশসহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে।পাশপাশি জনগণকে করোনাটিকা দেওয়ার কর্মসূচি চালিয়ে যাচ্ছে।  

Link copied!