ইউরোপে ন্যাটোর সেনা না বাড়াতে পশ্চিমাদের প্রতি আহবান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৯:৫৫ এএম

ইউরোপে ন্যাটোর সেনা না বাড়াতে পশ্চিমাদের প্রতি আহবান

ইউরোপে ন্যাটো সেনা বাড়ানোর মার্কিন তৎপরতা ঠেকাতে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। বেইজিং-এ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে চীনকে জ্বালানী সহায়তা দিতে চুক্তি করে রাশিয়া। ৩০ বছর মেয়াদী এ চুক্তিতে চীনকে প্রতিবছর ১ হাজার কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে রাশিয়া। রাশিয়ান গ্যাস রপ্তানীকারক প্রতিষ্ঠান গ্যাজপ্রম চীনের রাষ্ট্রীয় জ্বালানী প্রতিষ্ঠান সিএনপিসিকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করবে। সেসময় তাইওয়ানকে নিজের অংশ দাবি করে বেইজিং এর এক চীন নীতির প্রতি সমর্থন জানান রুশ প্রেসিডেন্ট।     

বৈঠক শেষে মস্কো এবং বেইজিং যৌথ বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটো সেনাদের ব্যবহার করে রাশিয়াকে দুর্বল হিসেবে দেখানোর অপচেষ্টা করছে পশ্চিমারা। ইউক্রেন এবং রাশিয়া এক দাবি করে পুতিন বলেছেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে গেলে বাধা দেবে মস্কো। সম্প্রতি ইউক্রেন সীমান্তে প্রায় ১লাখ রুশ সেনার উপস্থিতির কারণে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এরমধ্যে ইউরোপে নতুন করে ৩ হাজার মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত পরিস্থিতি জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে রাশিয়া হামলা চালালে পুরো ইউরোপেই যুদ্ধ শুরু হতে পারে। চলমান পরিস্থিতিতে ন্যাটোকে সাহায্য করতে আরও সাড়ে ৮ হাজার সেনা প্রস্তুত করে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

ন্যাটোকে সহায়তা করতে মার্কিন সেনা বাড়ানোর এ তৎপরতা ইউরোপে শান্তির জন্য হুমকি বলে মনে করে মস্কো। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে ,পোল্যান্ড ও র্জামানিতে ২ হাজার সেনা পাঠানো হচ্ছে দক্ষিণ-র্পূব আমেরিকার প্রদেশ নর্থ ক্যারোলিনা থেকে। ১ হাজার সেনা যাচ্ছে রোমানিয়ায়। যদিও ইউক্রেনে আক্রমণের কোন পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।   

 

 

Link copied!