হীরার লোভে গ্রাম জুড়ে জমি খুঁড়াখুঁড়ি!

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২১, ০৯:৪১ এএম

হীরার লোভে গ্রাম জুড়ে জমি খুঁড়াখুঁড়ি!

হঠাৎ করেই এক ব্যক্তি মাটি খুঁড়তে গিয়ে পেলেন হীরা সাদৃশ্য বস্তু। জানিয়ে দিলেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পর থেকেই গ্রাম জুড়ে চাষাবাদ ছেড়ে চলছে খুঁড়াখুঁড়ি! অদ্ভুত এই কাণ্ড ঘটেছে দক্ষিণ আফ্রিকার গ্রাম কোয়াহ্লাথে। বিবিসি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নারী-পুরুষ, কিশোর-যুবক-বৃদ্ধ সকলে চালাচ্ছে এই খুঁড়াখুঁড়ি কার্যক্রম।

দেশটির সরকারি দফতর থেকে অবশ্য করোনার ঝুঁকি এড়াতে এই খুঁড়াখুঁড়ি বন্ধ করে সকলকে নিজ নিজ কাজে ফেরত যেতে বলা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মাঠে মানুষজন যে যেভাবে পারছে চালাচ্ছে এই খুঁড়াখুঁড়ি।

খুঁড়াখুঁড়িতে অংশ নেয়া এক নারী জানায়, আমার পরিবারের ভাগ্য পরিবর্তন করতে চাই। আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। তাই হীরা সংগ্রহ করছি।

মাটি খুঁড়ে হীরা সাদৃশ্য বস্তু কাঁধে করে নিয়ে যাওয়া অপর এক ব্যক্তি বলেন, আমি পরিবার নিয়ে বেড়াতে যাবো। নিজের ইচ্ছা মত সবকিছু করব।

 

অপর এক ব্যক্তি বলেন, আমি ক্লাবে যাবো, গাড়ি কিনবো।

এক আশাবাদী তরুণ জানান, যদি এটি সত্যিই হীরা হয়, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে।

কিন্তু আসলেই কী এগুলো হীরা? বিষয়টি জানতে চাইলে দক্ষিণ আফ্রিকার সরকারি দফতর থেকে জানানো হয়, এখনো ক্রিস্টালগুলোর কোনটি পরীক্ষা করে দেখা হয়নি সরকারিভাবে। সুতরাং বলা যাচ্ছে না, এগুলো হীরা কিনা?

এদিকে স্থানীয়ভাবেও এখনো ক্রিস্টালগুলো পরীক্ষা করে দেখা হয়নি। সুতরাং এই হীরা সাদৃশ্য বস্তুটি সত্যিকার হীরা না হলে এই গ্রামের মানুষের পণ্ডশ্রম হবে। সেই সঙ্গে তাদের কৃষি জমিরও বেশ ক্ষতি হয়ে যাবে ছোট-বড় গর্তগুলোর কারণে।

সূত্র: বিবিসি

Link copied!