১০০ দিন গড়ালো, থামেনি হামলা ও নিপীড়ন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২২, ০১:০১ পিএম

১০০ দিন গড়ালো, থামেনি হামলা ও নিপীড়ন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১০০ দিন গড়ালো। তারপরও শেষ হয়নি অস্ত্রের মাতম। বরং প্রতিদিনই নতুন নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে। যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ছে দুই দেশের সাধারণ মানুষের ওপর।

এ যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত হয়েছে। ইউক্রেনের বহু শহর ধ্বংস্তূপে পরিণত হয়েছে এবং দেশটির ৬০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন পরিকল্পনার অংশ হিসেবে রুশ বাহিনী কৌশলগতভাবে বড় ধরনের জয়ের আশায় লুহানস্ক ও দোনেৎস্ক নিয়ে গঠিত ইউক্রেইনের শিল্পায়িত অঞ্চল দনবাস দখলের দিকে মনোযোগ দিয়েছে।

বৃহস্পতিবার রাতে দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, দোনেৎস্কে তিন বেসামরিক নিহত ও নয় জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জন কয়লা খনি শহর আভদিইভকার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।

এদিকে গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, “আমাদের দেশের যে এলাকাগুলো সাময়িকভাবে দখল করে নেওয়া হয়েছে সেগুলো এখন পুরোপুরি বিপর্যস্ত অঞ্চল, এর পুরো দায় রাশিয়ার।”

ইউক্রেনকে নতুন করে আরও ৭০ কোটি ডলারের যুদ্ধাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে ৮০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক রকেট সিস্টেমও থাকবে। যুক্তরাষ্ট্রের এ ঘোষণার প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, ওয়াশিংটন ‘আগুনে ঘি ঢালছে’।

রাশিয়া বলে আসছে, তারা প্রতিবেশী দেশটিকে নিরস্ত্র ও ‘নাৎসিমুক্ত’ করতে সেখানে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে। অপরদিকে মস্কোর এ দাবিকে যুদ্ধের ভিত্তিহীন অজুহাত বলে বর্ণনা করেছে ইউক্রেন ও তার মিত্ররা।

Link copied!