সিরিয়ার দেইর-এজ্জুর, আল-মায়াদিন ও আল-বুকামাল- এই ৩ এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন ইরানপন্থীসহ একজন শীর্ষ কমান্ডার আছেন।
যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্ট আইআরজিসির কমান্ডার বেহরুজ ভেহৌদি আছেন। একটি উপত্যকায় তাদের স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। খবর মেহর নিউজ এজেন্সির।
তবে এই হামলা কারা চালিয়েছে, সেটা যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি স্পষ্ট করেনি। সেই সঙ্গে এই হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর ইসরায়েলের দিকেই রয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। গত কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু কখনোই তারা এসব হামলার দায় স্বীকার করে না।
এদিকে গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে প্রস্তাব পাস হয়েছে। আর এতে প্রথমবারের মতো ভেটো শক্তি প্রয়োগ করেনি যুক্তরাষ্ট্র। এর আগে দেশটি অন্তত তিনবার ভেটো দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে দিয়েছিল।
তবে বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেনি ওয়াশিংটনের ঘনিষ্ট মিত্র ইসরায়েল। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।