গাজায় মসজিদে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৩, ২০২৪, ০৪:০৭ এএম

গাজায় মসজিদে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ১৬

ছবি: সংগৃহীত

গাজায় একটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে শিশু আছে অন্তত ১০ জন। এছাড়া ইসরায়েলের এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন।

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এসব শিশুসহ অনেক নারী মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন।

গাজায় রাতভর হামলার একপর্যায়ে উত্তর গাজার ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা চালায় ইসরায়েল। হামলার পর পরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১০ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে ১৬ জনে পৌঁছে।

আরও পড়ুন: মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি মিশরের

গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে হামলা চালায় হামাস। এর মধ্য দিয়ে ইসরায়েলে প্রবেশ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এরপর তারা নির্বিচারে গুলিবর্ষণ করে দেশটির ১ হাজার ২০০ জনকে হত্যা করে। জিম্মি হিসেবে ২৪২ জনকে ধরে রাখে।

হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। চলমান সেই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজার ৭০৯ জন। আহত হয়েছেন ৭৯ হাজার ৯৯০ জন। সেই সঙ্গে ইসরায়েলের ১ হাজার ১৩৯ জনকে জিম্মি করে রেখেছে হামাস।

Link copied!