ইয়েমেনের তাইজ উপকূলে বুধবার (২৪ জুলাই) রাতে অন্তত ৪৫ শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মাত্র চারজন বেঁচে আছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ইয়েমেনে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্রবল বাতাস ও অতিরিক্ত মানুষের চাপে নৌকাটি ডুবে গেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। জাতিসংঘের সংস্থাটি আরও জানিয়েছে, তারা জীবিতদের সহায়তা ও সুরক্ষা প্রদানের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে কাজ করছে। এ ছাড়া বাকি শরণার্থীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে, গত জুন মাসে ইয়েমেন উপকূলে সোমালিয়া থেকে আসা ২৬০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪৯ জন অভিবাসী মারা যায় এবং ১৪০ জন নিখোঁজ হয়।
হাজার হাজার অভিবাসী প্রতি বছর হর্ন অব আফ্রিকার (ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া) দেশগুলো থেকে লোহিত সাগরের পথ ধরে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা একে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী রুটগুলোর একটি’ বলে মনে করে।