রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন প্রস্তাব পাস ইইউয়ের

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৪, ০৬:২৪ পিএম

রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন প্রস্তাব পাস ইইউয়ের

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিতর্কের পর অবশেষে রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নিয়মকানুন সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট।

১০টি আইনের আওতায় এই রাষ্ট্রজোটের বহির্সীমানায় আরও কঠোর নিয়ম চালু হবে এবং সবগুলো সদস্য দেশ সম্মিলিতভাবে এ ক্ষেত্রে দায়িত্ব বণ্টন করে নেবে। ফলে এবার থেকে শুধু গ্রিস ও ইতালির মতো দেশকে শরণার্থীদের ঢল আর একা সামলাতে হবে না। শরণার্থীরাও আর বিচ্ছিন্ন আশ্রয় নীতির দুর্বলতার সুযোগ নিয়ে ইইউয়ের একাধিক সদস্য দেশে স্বীকৃতির চেষ্টা চালাতে পারবেন না।

এর আগে ইইউয়ের বেশির ভাগ সদস্য দেশের সরকার সেই প্রস্তাব অনুমোদন করেছিল। ইউরোপীয় কমিশন সেই সব আইন কার্যকরের উপায় বলে দেওয়ার পর ২০২৬ সাল থেকে সেই উদ্যোগ কার্যকরের পরিকল্পনা আছে।

এগুলো হলো:
১. ইইউয়ের ‘অ্যাসাইলাম অ্যান্ড মাইগ্রেশন প্যাক্ট’ অনুযায়ী অনিয়মিতভাবে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা অভিবাসীদের পরিচয় দেখা হবে।

২. নিরাপত্তার বিষয়গুলো নিয়মিত খতিয়ে দেখা হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ এছাড়া অনিয়মিত পথে আসা অভিবাসীদের মুখের বায়োমেট্রিক রিডিং ও আঙুলের ছাপ নথিভুক্ত করা হবে। এসবের জন্য সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে।

৩. অনিয়মিত পথে আসা অভিবাসী শিশুরা বিশেষ যত্ন পাবে। সদস্য দেশগুলোকে স্বাধীন পর্যবেক্ষণ ব্যবস্থা রাখতে হবে যাতে অনিয়মিত অভিবাসীদের সবার অধিকার বজায় থাকে।

Link copied!