নাগরিকত্বের শর্ত আরও সহজ করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৪, ০২:৩৬ পিএম

নাগরিকত্বের শর্ত আরও সহজ করল জার্মানি

জার্মানিতে টানা পাঁচ বছর বসবাসকারী বিদেশি যে কোনো ব্যক্তি নাগরিকত্বের আবেদন করতে পারবে। পুরানো আইনে এ সম্পর্কিত সময়সীমা ছিল ৮ বছর। যা নতুন আইনে ৩ বছর কমিয়ে পাঁচ বছর করা হয়েছে। এর ফলে জার্মানির নাগরিকত্ব আরও সহজ হলো।

শুক্রবার (১৯ জানুয়ারি) বুন্দেসতাগে নতুন আইনটি ভোটের জন্য উত্থাপনের পর সেটির পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়। এতে পক্ষে ভোট দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন বাম ও উদারপন্থী জোটের আইনপ্রণেতাগণ। বুন্দেসতাগে তাদের সংখ্যা মোট ৩৮২ জন। আর সেটির বিপক্ষে ভোট দিয়েছেন ২৩৪ জন এমপি।

এছাড়া আগের আইনে দ্বৈতনাগরিক এবং সব দেশ থেকে আগত লোকজনকে নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো না। নতুন আইনে সেই বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, জার্মানির অভিবাসন সংক্রান্ত আইনগুলোর আধুনিকায়নের ক্ষেত্রে নতুন এই আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এক বিবৃতিতে ন্যান্সি বলেন, ‘বহুত্ববাদ জার্মান সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। যারা বছরে পর বছর ধরে জার্মানিতে বসবাস করছেন, এই দেশের অর্থনীতিকে সচল রাখছেন, নতুন আইনের মাধ্যমে আমারা তাদের কাছে বার্তা দিতে চাই—জার্মানি আপনাদেরও দেশ।’

Link copied!