ইসরায়েলকে আতঙ্কে রেখে মধ্যরাতে ইরানের হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৪, ০৩:১৩ এএম

ইসরায়েলকে আতঙ্কে রেখে মধ্যরাতে ইরানের হামলা শুরু

ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান।

ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রোববার (১৪ এপ্রিল) মধ্যরাতে সরাসরি ইসরায়েলের ওপর এই হামলা শুরু করে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ডজনখানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের এই হামলার ঘটনায়  জেরুজালেম ও তেল আবিবসহ পুরো ইসরায়েলজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন।

এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো গুলি করে ধ্বংসের কাজে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে জর্ডান, সিরিয়া ও ইরাকের  বাহিনীও যোগ দিয়েছে।

তেহরান বলেছে, তারা সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে। দেশটি আরও বলেছে, বিষয়টি এখন ‘সমাপ্ত বলে মনে করা যেতে পারে’।

ইসরায়েলে সতর্কতা জারি
ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কতা জারি করে বলেছে, অধিকৃত গোলান মালভূমি, নেভাটিম, ডিমোনা ও ইলাতের বাসিন্দাদের ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিরক্ষামূলক স্থানের কাছাকাছি’ অবস্থান করতে হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Link copied!