গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় দুই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৬, ২০২৪, ১০:২০ এএম

গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় দুই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েল

ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ড্রোন হামলায় সাত ত্রাণকর্মী নিহতের ঘটনায় দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে,  দুজনকে বরখাস্তের পাশাপাশি ড্রোন হামলায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় একাধিক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারও করা হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধানও রয়েছেন।

সোমবার (০১ এপ্রিল) গাজার মধ্যাঞ্চলের দেইর আল–বালা এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাতজন ত্রাণকর্মী নিহত হন। যাদের মধ্যে তিনজন ব্রিটিশ, একজন ফিলিস্তিনি, একজন অস্ট্রেলিয়া, একজন পোল্যান্ডের ও একজন যুক্তরাষ্ট্র–কানাডার দ্বৈত নাগরিক। মিত্রদেশসহ আন্তর্জাতিক চাপের মুখে এ ঘটনার তদন্তের পর শুক্রবার দুজন সেনা কমান্ডারের বিষয়ে এই সিদ্ধান্ত নেয় ইসরায়েল। তদন্তে তাদের বিরুদ্ধে মারাত্মক ভুল ও বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েল।

ত্রাণকর্মী নিহতের এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। নেতানিয়াহুকে বাইডেন সতর্ক করে বলেছেন, বেসামরিক লোকজনের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ না নিলে ইসরায়েলকে অস্ত্র ও সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার বলেছেন, ইসরায়েলের তদন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ইসরায়েল কী পদক্ষেপ নিয়েছিল, সেটাও ভালোভাবে খতিয়ে দেখা হবে।

Link copied!