এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৩, ২০২৪, ০৫:৩৩ এএম

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা

ইয়ার লাপিদ

আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান একজন ইসরায়েলি নেতা।

ইসরায়েলের বিরোধীদলের নেতা ইয়ার লাপিদ এই দাবি তুলে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদ। গত বছর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নেতানিয়াহুর সমালোচনায় সরব হন তিনি।

আরও পড়ুন: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলো আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে

গতকাল বুধবার তিনি বলেন, “নেতানিয়াহুর ঘোষণা করা উচিত যে, কিছু শর্ত ও নির্দিষ্ট গ্যারান্টির অধীনে তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক। (শর্তের একটি হচ্ছে) নতুন সেই রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদান করবে।”

তবে লাপিদ শর্তাবলী, গ্যারান্টি বা প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র থেকে সহযোগিতার প্রকৃতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলতে চাননি। তিনি বলেন, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নেতানিয়াহুকে বাধা দিচ্ছেন জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। উগ্রপন্থি এই মন্ত্রী সরকারকে সেটা করতে বাধা দিয়ে যাচ্ছেন।”

সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, “এই সরকারকে দিয়ে সমস্যা সমাধান হবে না। আমাদের নেতানিয়াহু সরকারকে বাড়িতে পাঠাতে হবে এবং একটি কার্যকরী সরকার গঠন করতে হবে।”

Link copied!