ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ‘মাথা ঠাণ্ডা রাখার’ পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার (১৭ এপ্রিল) এএফপির খবরে বলা হয়েছে, সপ্তাহের শেষে ইরানের হামলার পর ‘মাথা ঠাণ্ডা রেখে জয় করতে’ মঙ্গলবার বেনইয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে এই পরামর্শ দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ‘তিনি (সুনাক) জোর দিয়ে বলেছেন, উত্তেজনার উল্লেখযোগ্যভাবে বাড়ানো কারও জন্যই ভালো কিছু বয়ে আনবে না। এটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতাকে আরও খাদের কিনারায় নিয়ে যাবে।’
আরও পড়ুন: ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে পারে ইইউ-যুক্তরাষ্ট্র
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ‘ইসরায়েলের নিরাপত্তা ও বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাজ্যের অবিচল সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী সুনাক (নেতানিয়াহুকে) বলেন, তেহরান গুরুতরভাবে ভুল হিসাব-নিকাশ করেছে এবং বিশ্ব মঞ্চে দেশটি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।’
১ এপ্রিল দামেস্কে কনস্যুলেটে হামলার প্রতিশোধস্বরূপ গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা করে ইরান। এই হামলার তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্র দেশগুলো। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে না ইসরায়েল।