ইরানে হামলার খবরে বেড়েছে তেল ও সোনার দাম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৪, ০৫:৪৫ পিএম

ইরানে হামলার খবরে বেড়েছে তেল ও সোনার দাম

ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেল ও সোনার দাম। এর মধ্যে তেলের দাম বেড়েছে অন্তত ৩ দশমিক ৫ শতাংশ। ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ মার্কিন ডলার হয়েছে। আর রেকর্ড পরিমাণ বেড়েছে সোনার দাম। প্রতি আউন্স সোনার দাম এখন প্রায় ২ হাজার ৪০০ মার্কিন ডলারে ঠেকেছে।

সম্প্রতি ইসরায়েলে হামলা করে ইরান। তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করা হয়। এর জবাবে বৃহস্পতিবার রাতে হামলা চালায় ইসরায়েল। গত এক সপ্তাহের বেশি সময় ধরেই এই উত্তেজনা চলছে। এই দিকে নজর রাখছেন তেল ও স্বর্ণ খাতে বিনিয়োগকারীরা।

কেননা হামলা ও পাল্টা হামলার এসব ঘটনায় মধ্যপ্রাচ্য দিয়ে তেল সরবরাহ সংকটে পড়েছে। এ ছাড়া ইরানের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে তেল রপ্তানি করে।

তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই রপ্তানি আটকে যায়। জো বাইডেন আসার পর পরিস্থিতি ইতিবাচক দিকে আসে। তবে এবার হামলার কারণে তা আবার থমকে যেতে পারে।

এদিকে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে ওমান ও ইরানের মধ্যকার হরমুজ প্রণালী দিয়ে পণ্য বহন প্রভাবিত হবে কি না, তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই শিপিং রুটটি খুব গুরুত্বপূর্ণ; কারণ, বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশেই এই রুট দিয়েই বিভিন্ন দেশে পৌঁছে যায়। তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের সদস্য সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তাদের বেশিরভাগ তেল রপ্তানি করে এই প্রণালী দিয়ে।

Link copied!