রাশিয়ার বিরোধীদলীয় নেতাকে ১৯ বছরের জেল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২৩, ০৮:০১ পিএম

রাশিয়ার বিরোধীদলীয় নেতাকে ১৯ বছরের জেল

রাশিয়ার কারান্তরীন বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে প্রত্যন্ত পেনাল কলোনির একটি বিচারে।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক বলে পরিচিত নাভালনিকে উগ্রপন্থি একটি সংগঠন প্রতিষ্ঠা ও অর্থায়ন এবং নানা তৎপরতা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও তিনি সব অভিযোগই অস্বীকার করেছেন।

মস্কোর ২৪০ কিলোমিটার পূর্বে মেলেখোভোয় কারাগারে একটি হলরুম ৬ নং পেনাল কলোনিকে অস্থায়ী আদালতকক্ষ বানিয়ে সেখানে নাভালনির রুদ্ধদ্বার বিচার করা হয়েছে।

নাভালনি শিবির জানিয়েছে, বিচারক তার চলমান সাজার মধ্যেই আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় কৌসুঁলিরা তার ২০ বছর কারাদণ্ডের আবেদন করেছিলেন।

Link copied!