চীনকে মোকাবিলায় প্রথমবার সাবমেরিন উন্মোচন করলো তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১০:১৬ পিএম

চীনকে মোকাবিলায় প্রথমবার সাবমেরিন উন্মোচন করলো তাইওয়ান

তাইওয়ানের সাবমেরিন হাইকুন। ছবি: বিবিসি

চীনের আক্রমণ থেকে নিজেদের উপকূল রক্ষা করতে প্রথমবারের মতো ঘরোয়া সাবমেরিন তৈরি করছে তাইওয়ান। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বন্দর নগরী কাওশিউং- এ এটির উদ্বোধন করেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান তার প্রথম অভ্যন্তরীণভাবে তৈরি সাবমেরিন উন্মোচন করেছে, কারণ দেশটি চীনা আক্রমণের বিরুদ্ধে তার প্রতিরক্ষা শক্তিশালী করতে চায়।

তাইওয়ানি পতাকার প্রতীক চিহ্নযুক্ত সুউচ্চ সাবমেরিনের সামনে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, ইতিহাস চিরকাল এই দিনটিকে মনে রাখবে। এটা একটি অসম্ভব কাজ। কিন্তু আমরা এটি করে দেখিয়েছি।

দেশটির সামরিক কর্মকর্তারা জানান, সাবমেরিনটি ২০২৪ সালের শেষের দিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। ডিজেল এবং বিদ্যুতচালিত এই সাবমেরিনটি তৈরিতে ১.৫৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। সাবমেরিনটির নাম দেওয়া হয়েছে ‘হাইকুন’। উড়তে পারে এমন এক পৌরাণিক বিশাল মাছের নাম অনুসারে এটির নামকরণ করা হয়।  

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। একসময় স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে বেইজিং। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের কথাও জানিয়েছে দেশটি। এ নিয়ে এক বছর ধরে চীন ও তাইওয়ানের উত্তেজনা চরমে পৌঁছেছে। তাইওয়ান ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে চীনা সেনারা।

গত ১৪ সেপ্টেম্বর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় চীনের বিমানবাহিনীর ৪০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এগুলোর বেশিরভাগ তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেল অতিক্রম করেছে।

Link copied!