ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ

এএফপি

জুলাই ১৪, ২০২৪, ১২:৪৮ পিএম

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ

হামলার আকস্মিকতায় ভীত ডোনাল্ড ট্রাম্প। ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলাকারীর নাম প্রকাশ হয়েছে।

টমাস ম্যাথিউ ক্রুকস
হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। বিজনেস টুডে

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পকে যিনি গুলি করেছেন তার নাম- টমাস ম্যাথিউ ক্রুকস (২০)। সমাবেশে হামলাকারী যুবক যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ায় বসবাস করেন।

ট্রাম্প
হামলার আগে স্বতঃস্ফূর্ত বক্তব্য রাখছিলেন ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন সমর্থকরা। ছবি: এনবিসি

রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে এফবিআই।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পকে হামলার লক্ষ্যেই সমাবেশে গুলি: এফবিআই

এএফপির বরাত দিয়ে এনবিসি ও সিবিএসের খবরে বলা হয় পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা টমাস ম্যাথিউ ক্রুকসকে সমাবেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে।

ট্রাম্প
হামলার পর ট্রাম্প সমর্থকদের অসহায় অবস্থা। ছবি: এনবিসি

এর আগে পৃথক বিবৃতিতে এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে নিয়োজিত বিশেষ এজেন্ট কেভিন রোজেক জানান, স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে আমরা ‌‘হত্যা চেষ্টা’ হিসেবে চিহ্নিত করছি।

ট্রাম্প-০২
হামলার পর সমাবেশস্থলটিকে ‘অ্যাকটিভ ক্রাইম সিন’ হিসেবে ঘোষণা করে এফবিআই। ছবি: এনবিসি

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের সমাবেশস্থলটিকে ‘অ্যাকটিভ ক্রাইম সিন’ অর্থাৎ এখনও নিরাপদ নয় বলেও উল্লেখ করেন তিনি।

Link copied!