হামাসের রকেট হামলার মাত্রা নজিরবিহীন, যা প্রতিহত করলো ইসরায়েলের ‘আয়রন ডোম’কেও

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২৩, ০৬:৫৩ পিএম

হামাসের রকেট হামলার মাত্রা নজিরবিহীন, যা প্রতিহত করলো ইসরায়েলের ‘আয়রন ডোম’কেও

হামাসের হামলায় এখন পর্যন্ত প্রায় ২৫০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় তিন শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। এই হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘দীর্ঘ ও কঠিন’ এক যুদ্ধের সম্মুখীন এখন ইসরায়েল।

গতকাল শনিবার হামাস ইসরায়েলের বিভিন্ন এলাকায় মাত্র ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছোড়ে। হামাস ইসরায়েলে চালানো এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’।

একই সঙ্গে ইসরায়েলে আবার সক্রিয় হয় ‘আয়রন ডোম’। ‘আয়রন ডোম’ বিশ্বের অন্যতম সেরা ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

হামাসের ছোড়া রকেট মাঝ আকাশে ধ্বংস করতে থাকে ইসরায়েলের ‘আয়রন ডোম’। একের পর এক রকেট ধ্বংসের ফলে আকাশ অগ্নিশিখায় আলোকিত হয়। আকাশে তৈরি হয় এক নাটকীয় দৃশ্য।

তবে এবার হামাসের রকেট হামলার মাত্রা ছিল নজিরবিহীন। তাই গাজা থেকে ছোড়া অনেক রকেট ইসরায়েলের আয়রন ডোমের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়। এ কারণে ইসরায়েলে ব্যাপক প্রাণহানি ঘটে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামাসের হামলায় এখন পর্যন্ত প্রায় ২৫০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। উভয় পক্ষে আহত হয়েছেন হাজারো মানুষ।

এদিকে, ফিলিস্তিনে হামলা চালাতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সমাবেশের আদেশ দিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, রকেট হামলার পাশাপাশি গাজা উপত্যকা থেকে সন্ত্রাসীরা ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।

ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিডের কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরাইলে বর্তমানে জরুরি অবস্থা বিরাজ করছে।ইয়ার ল্যাপিড হামাসের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখাতে সরকারের সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ল্যাপিড প্রধানমন্ত্রীর সামরিক সচিব আভি গিলের কাছ থেকে হালনাগাদ তথ্য পেয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুতই এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়।

Link copied!