এবার কেড়ে নেয়া হলো আফগান নারীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগও

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৯, ২০২৩, ০৩:৫৫ পিএম

এবার কেড়ে নেয়া হলো আফগান নারীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগও

ছবি: রয়টার্স

দেশের শিক্ষার সুযোগ বন্ধের পর বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পথও বন্ধ হয়ে গেল আফগান নারীদের। বিনা নোটিশে প্রায় ১০০ জন নারী শিক্ষার্থীর উচ্চশিক্ষার বিদেশ যাত্রা ভণ্ডুল করে তালেবান সরকার।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, দুবাইভিত্তিক একটি সংগঠনের প্রধান আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আহমাদ আল হাবতুর নিজ অর্থায়নে আফগান নারী শিক্ষার্থীদের আরব আমিরাতে উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ভিডিওর মাধ্যমে  তিনি বলেন, ‘প্রায় ১০০ জন নারী শিক্ষার্থীকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাওয়ার অনুমোদন দেয়নি তালেবান। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়েই তারা ইউএইতে যাচ্ছিলেন।

বুধবার সকালে তাদের সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তালেবানি ফতোয়ার কারণে কাবুল বিমানবন্দর থেকেই ফিরতে হলো তাদের।’

ভিডিও বার্তায় খালাফ আরও বলেন, ‘এখানে যে মেয়েরা পড়াশোনা করতে আসছিল, তাদের বিদেশ যাত্রার অনুমতি দেয়নি তালেবান সরকার। ১০০ জন মেয়ের বিমান ভাড়াসহ শিক্ষার জন্য আমি স্পন্সর করেছিলাম। কিন্তু তারা বিমানে উঠতে পারেনি। এখানেও থাকার ব্যবস্থা, শিক্ষা, পরিবহন কিংবা নিরাপত্তার সব ব্যবস্থাই ছিল।’

এদিকে তালেবান নিয়ম অনুসারে, কোনো পুরুষ আত্মীয় সাথে নিয়ে আফগান নারীরা বর্তমানে দীর্ঘ দূরত্ব অতিক্রম তথা বিদেশ ভ্রমণের অনুমতি পায়। কিন্তু নিজেদের নিয়মই এবার ভাঙলো তালেবানরা।

বিমানবন্দর থেকে ফেরত আসা এক ছাত্রীর অডিও বার্তা থেকে জানা যায়, তার সাথে একজন পুরুষ সঙ্গী ছিলেন, তবুও কাবুল বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে এবং অন্যদের ফ্লাইটে উঠতে বাধা দেয়।

এ বিষয়ে তালেবান প্রশাসন এবং আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

আফগানিস্তানে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে তালেবান সরকার। দেশে ইতিমধ্যেই ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় বন্ধ করে দিয়েছে। ফলে আফগান নারীদের জন্য উচ্চশিক্ষার দরজা প্রায় বন্ধই হয়ে গিয়েছে বলা যায়। 

Link copied!