ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

বিবিসি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৯:১৩ এএম

ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সংগৃহীত ছবি

সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিক সশস্ত্র গোষ্ঠীর সামরিক স্থাপনায় প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ ফেব্রুয়ারি) অন্তত ৮৫টি স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ও তাদের সঙ্গে সম্পর্কিত মিলিশিয়াদের অবকাঠামোতে এই হামলা চালানো হয়েছে।

এর আগে রোববার (২৮ জানুয়ারি) জর্ডানের সিরিয়া সীমান্ত এলাকায় মার্কিন সেনা ঘাটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে ৩ মার্কিন সেনা নিহত ও অন্তত ৪১ সেনা আহত হন।

এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানান, তার নির্দেশে মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় আইআরজিসি ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনা মার্কিন বাহিনীকে আক্রমণ করার জন্য ব্যবহার করা হতো। বাইডেন বলেন, আমাদের প্রতিক্রিয়া আজ শুরু হয়েছে। এটা আমাদের পছন্দমতো সময়ে এবং পছন্দমতো জায়গায় চলতে থাকবে।

বিবৃতিতে বাইডেন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোথাও কোনো সংঘাত চায় না। তবে সবাইকে হুঁশিয়ার করে বলেছেন, ‘যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের সবার জানা দরকার, আপনি যদি একজন আমেরিকানের ক্ষতি করেন তবে আমরা এর জবাব দেব।’

এদিকে, এ বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, যুক্তরাষ্ট্র হামলা চালানোর ঘোষণা দেয়া পরপরই এর প্রতিক্রিয়া জানিয়েছিল তেহরান। এমনকি দেশটির প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি সতর্ক করেছিল যে, ইরান আগে হামলা না চালালেও আক্রমণ হলে পাল্টা জবাব দেবে।

Link copied!