তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৪, ০২:৪১ পিএম

তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতীকি ছবি

তাইওয়ানের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। সামরিক এ প্যাকেজে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আছে বলে জানিয়েছে পেন্টাগন। খবর দ্য গার্ডিয়ানের। 

তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। তবে এমন দাবি মানতে নারাজ দ্বীপটির প্রশাসন। লাই চিং তে সরকার তাইওয়ানের ক্ষমতায় আসার পর সেই উত্তেজনা বেড়েছে কয়েকগুণ। এমন অবস্থায় বিদেশি কোনো রাষ্ট্রকে তাইওয়ান ইস্যুতে নাক না গলাতে হুঁশিয়ার করে আসছে চীন। তা না মেনেই এবার দ্বীপটিকে ২০০ কোটি ডলারের সমরাস্ত্র দিলো যুক্তরাষ্ট্র। 

স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে পেন্টাগন জানায়, এই সমরাস্ত্রের প্যাকেজে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা ইউক্রেনে পরীক্ষা করা হয়েছে। 

পেন্টাগন আরও জানায়, অস্ত্র বিক্রির এই নতুন প্যাকেজটি তাইওয়ানের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক করতেই দেয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের দেয়া সামরিক প্যাকেজে রয়েছে তিনটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়া বর্তমানে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। আর তাইওয়ানের এটি প্রয়োজন ছিল বলেই যুক্তরাষ্ট্র এটি সরবরাহ করেছে। 

এদিকে তাইপেকে অস্ত্র দেয়ার ঘোষণার পর থেকেই তাইওয়ান প্রণালী ঘিরে চীনের ১২টি যুদ্ধবিমান, ৫টি যুদ্ধজাহাজ টহল দেয়। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সমরাস্ত্র দেয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এদিকে, এমন ঘোষণার পরই তাইওয়ান প্রণালী ঘিরে টহল দেয় চীনের ১২টি যুদ্ধবিমান ও ৫টি যুদ্ধজাহাজ। বিশ্লেষকরা বলছেন, এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে।

Link copied!