শেখ হাসিনার পদত্যাগে বিশ্বের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৬, ২০২৪, ১০:২৩ এএম

শেখ হাসিনার পদত্যাগে বিশ্বের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারযোগে দেশ ছাড়েন তিনি।

কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা বিক্ষোভে শত শত লোকের প্রাণহানি হয়েছে। সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে এই বিক্ষোভের সূত্রপাত হয়। একপর্যায়ে সেটা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে পরিণত হয়। যাকে তার ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে চিহ্নিত করছে আন্তর্জাতিক গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা কয়েক হাজার বিক্ষোভকারী গণভবন ঘেরাও করার আগেই শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে পালিয়ে যান এবং নয়াদিল্লিতে অবতরণ করেন। এখন তাকে ভবিষ্যত পরিকল্পনার জন্য কয়েকদিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এর আগে গতকাল সোমবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এদিন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া তুলে ধরা হলো-

তারেক রহমান

এক-এগারোর সময় থেকে যুক্তরাজ্যে বসবাস করতে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে উল্লেখ করেছেন, “শেখ হাসিনার পদত্যাগ জনগণের শক্তির প্রমাণ।”

এ সময় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও উন্নত দেশ হিসেবে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে বড় আকারের সহিংসতা এবং ‘শিক্ষার্থী, শিশু ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ উল্লেখযোগ্য প্রাণহানির কারণে’ যুক্তরাজ্যের সরকার ‘উদ্বিগ্ন’। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ‘এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। কখনোই সেটাকে সহিংসতার শিকার হতে দেওয়া যাবে না। আমরা কর্তৃপক্ষকে সব শান্তিপূর্ণ প্রতিবাদকারীর মুক্তি ও অভিযুক্তদের বিচারের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানাই।”

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা

লন্ডনের হোয়াইটচ্যাপেলে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের অনেকেই শেখ হাসিনার পদত্যাগের খবরে রাস্তায় নেমেছেন। পতাকা নেড়ে ও গাড়ির হর্ন বাজিয়ে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান দিয়ে দিনটি উদযাপন করেছেন তারা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগের প্রতিক্রিয়ায় আবু সায়েম (৫০) একজন বাংলাদেশি প্রবাসী জানান, বাংলাদেশ এখন তার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আমরা প্রথম স্বাধীনতা পেয়েছি ১৯৭১ সালে। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের অধিকার কেড়ে নিয়ে হাজার হাজার শিশুকে হত্যা করেছে।”

গাড়ি চালক ইশতিয়াক বলেন, “শেখ হাসিনার পদত্যাগ আমাদের জন্য স্বস্তির ও আমি আমার জাতির জন্য খুশি।”

জার্মানি

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দেশের অস্থিরতার মধ্যে এটি ‘গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যেন তার গণতান্ত্রিক পথ অব্যাহত রাখে’।

ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক শাসনে ‘শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ’ উত্তরণের আহ্বান জানিয়েছে। ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল শান্তি ও সংযমের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে নিশ্চিত করতে বলেছেন, এই রাজনৈটিক উত্তরণ যাতে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতিকে সম্মান করে।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীর ধৈর্যের প্রশংসা করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়েছে। হোয়াইট হাউস একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। বাংলাদেশে কোটা বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন করেছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার। ন্যায়বিচার ও ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রাখা ও সহিংসতার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান উত্তরণের সময় মানবাধিকারকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি বাংলাদেশের সামনে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের কথাও স্বীকার করেছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

অ্যামনেস্টির তাকবির হুদা বলেছেন, আগের সরকার আরও প্রতিক্রিয়াশীল হলে সাম্প্রতিক সহিংসতার অনেকটাই এড়ানো যেত। সামরিক বাহিনীকে অন্তর্বর্তীকালীন সময়কে সাবধানে পরিচালনার এবং বেসামরিক শাসনে দ্রুত প্রত্যাবর্তনের দিকে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তবে বাংলাদেশের সীমান্তে একটি ‘উচ্চ সতর্কতা’ জারি করেছে।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাবর্তনের আশাবাদ জানান এবং চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের শক্তি কামনা করেছেন।

রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সাংবিধানিক নিয়মে দ্রুত ফেরার আশা প্রকাশ করেছে এবং দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা সমাধানের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।

Link copied!