ইউক্রেনের স্মারক নোটে যুদ্ধের শিকলবন্দি জীবনচিত্র

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৪:২৭ পিএম

ইউক্রেনের স্মারক নোটে যুদ্ধের শিকলবন্দি জীবনচিত্র

ইউক্রেনে রুশ হামলার এক বছর হলো আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। প্রথম বর্ষপূর্তিতে ২০ ইউক্রেনীয় রিভনিয়ার (স্থানীয় মুদ্রা) স্মারক ব্যাংক নোট উন্মোচন করেছে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক। স্মারক নোটটিতে উঠে এসেছে গত একবছরের লড়াইয়ের চিত্র, যুদ্ধবিধ্বস্ত জীবনের গল্প। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এই নোট উন্মোচন করা হয়।

স্মারক নোটটির একপাশে দেখা যায় ইউক্রেনের জাতীয় পতাকা উঁচু করে উত্তোলনরত তিন যোদ্ধাকে। নোটটির অন্য পাশে রয়েছে পিছমোড়া করে বাঁধা দুটি হাতের ছবি। এ দিয়ে বুঝানো হয়েছে চলমান যুদ্ধে রাশিয়ার যুদ্ধাপরাধের কথা।

স্মারক ব্যাংক নোট উন্মোচনের বিষয়ে ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের গভর্নর আন্দ্রেই পাইসনি বলেন, ‘যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে আমরা একটি স্মারক ব্যাংক নোট উন্মোচন করেছি। এই ব্যাংক নোটের ছোট এক টুকরা কাগজে যুদ্ধকালীন পুরো এক বছরের আবেগ, নিদর্শন, বিষয়বস্তু ও আইকনিক জিনিসগুলো তুলে ধরা হয়েছে।’

পাইসনি আরও জানান, নতুন এই স্মারক ব্যাংক নোটের নকশা তৈরি ও প্রস্তুতকরণে আট মাস সময় লেগেছে। শিগগিরই নতুন করে তিন লাখ ব্যাংক নোট বাজারে ছাড়া হবে।

গত এক বছর ধরে দেশটিতে যুদ্ধ চলছে। এই অবস্থার মধ্যেই টালমাটাল অর্থনীতিকে চলমান ও স্থিতিশীল রাখতে কঠোর পরিশ্রম করছেন ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

গত গ্রীষ্মে মুদ্রাবাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইউক্রেনীয় রিভনিয়ারের মূল্যমান ছিল ৩৬ দশমিক ৫৭। যুদ্ধের প্রভাবে মুদ্রামানের পতন যেন না হয় সেজন্য বৈদেশিক মুদ্রাবাজারে সক্রিয় অবস্থানে ছিল ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক। তবে পশ্চিমা বিশ্ব থেকেও এ সময় বিপুল পরিমাণে আর্থিক সাহায্য পেয়েছে দেশটি।

Link copied!