পাকিস্তানজুড়ে ইমরানের লাখো সমর্থকের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০৪:০০ পিএম

পাকিস্তানজুড়ে ইমরানের লাখো সমর্থকের বিক্ষোভ

অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে পাকিস্তানে বড় ধরণের বিক্ষোভ করেছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির সমর্থকরা। রোববার তারাবির নামাজের পর সমর্থকদের বিক্ষোভ করতে আহবান জানিয়েছিলেন ইমরান। প্রধানমন্ত্রী পদ হারানোর পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমরান বলেন, পাকিস্তানের গণতন্ত্রের বিরুদ্ধে বিদেশী ষড়যন্ত্রের কাছে কখনই মাথা নত করবেন না তিনি। তিনি চাননা, কোন বিদেশী সরকার পাকিস্তানে এসে ছড়ি ঘোরাক। ইমরান বলেন, আমরা এমন একটি জাতি হতে আর চাই না যাদেরকে দশকের পর দশক ধরে টিস্যু পেপারের মতো ব্যবহার করা হচ্ছে। কোন দেশের একক স্বার্থ হাসিলের পররাষ্ট্রনীতির সাথে পাকিস্তান আর কাজ করবে না বলেও জানান ইমরান খান।  

ইমরানের আহবানের পরপরই তেহরিক-ই-ইনসাফ পার্টির পক্ষ থেকে বিক্ষোভের জায়গাগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের ৪০টিরও বেশি পয়েন্টের প্রধান সড়কগুলোতে ইমরানের লাখো সমর্থক নেমে এলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে পাকিস্তানের বাইরে ব্রিটেনে বিক্ষোভ করেছেন পিটিআইএর সমর্থকরা। লন্ডনে বিক্ষোভের সময় পিটিআই-এর সমর্থকদের সঙ্গে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। লন্ডনের হাইড পার্ক এলাকায় নওয়াজ শরীফের ছেলে হাসান এবং হুসাইন নওয়াজের বাসভবনের সামনে পিএমএলএন এর সমর্থকরা উল্লাস করতে জড়ো হয়েছিলেন। সেখানে পিটিআই সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। প্রায় ৩ ঘন্টা ধরে বিক্ষোভ ও থেকে থেকে সংঘর্ষ চলে।

গত শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে প্রয়োজনীয় ১৭২টি ভোটের চেয়েও ২টি ভোট বেশি পান বিরোধিরা। এর ফলে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয় একসময়ের পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানকে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আজ ১১ এপ্রিল দুপুর ২টার পর জাতীয় পরিষদের অধিবেশনে ভোটাভুটির কথা রয়েছে। প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা ও ইমরানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কুরেশী এবং বিরোধীদের নেতা পিএমএলএন এর প্রেসিডেন্ট শেহবাজ শরিফ। 

Link copied!