উহানের ল্যাব থেকেই ছড়ায় করোনাভাইরাস!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২১, ০৬:৪৪ পিএম

উহানের ল্যাব থেকেই ছড়ায় করোনাভাইরাস!

করোনা মহামারিতে গোটা বিশ্ব ধুঁকছে। তবে ঘর গুছিয়ে নিয়েছে চীন। কিন্তু নোভেল করোনাভাইরাসের সেই উৎস নিয়ে নতুন করে ‘অস্বস্তি’-র মুখে পড়ল দেশটি। নেপথ্যে আমেরিকার গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট। যাতে বলা হয়েছে, ২০১৯-এর শেষ দিকে নয় বরং সে বছর শুরুতেই উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) কয়েক জন গবেষক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়েন। এরপরই তারা ছুটে যান হাসপাতালে চিকিৎসা নিতে।

গোপন রিপোর্টে জানা যাচ্ছে, কোভিডের মতোই উপসর্গ ছিল তাদের। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিতে হয় তাদের। তাই বিশেষজ্ঞদের আশঙ্কা, গবেষকদের গাফিলতিতেই হোক বা অন্য কোনওভাবে হোক, উহানের ওই গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। তার বহু পরে মহামারির খবর প্রকাশ করে চীন।

বছর ঘুরে গেলেও করোনার উৎস নিয়ে গবেষণা এখনও আলাপ-আলোচনার স্তরেই আটকে রয়েছে। তার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আমেরিকা, কানাডা, নরওয়ে, ব্রিটেনের মতো দেশগুলির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে চীনকে আড়াল করছে ‘হু’। যে কারণে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও উহানের গবেষণাগারকে করোনার ‘উৎসস্থল’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে না। ‘হু’ যদিও পক্ষপাতিত্বের অভিযোগ মানতে একেবারেই নারাজ। বরং করোনার উৎস খতিয়ে দেখতে পরবর্তী পর্যায়ের আলোচনায় উদ্যোগী হয়েছে তারা। তারমধ্যে দেশের গোয়েন্দা সংস্থার পুরনো একটি রিপোর্ট তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার প্রখ্যাম মিডিয়া ‘ওয়াল স্ট্রিট জার্নাল’।

ডোনাল্ড ট্রাম্প সরকারের আমল থেকেই উহানের ওই গবেষণাগারকে করোনার উৎসস্থল হিসেবে চিহ্নিত করে আসছে আমেরিকা। চীনের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগও ধারাবাহিকভাবে তুলেছে তারা। একই পথে হাঁটছে জো বাইডেনের সরকারও। কোভিডের সূচনাপর্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে তারা। বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র। যদিও চীনা বিদেশ মন্ত্রনালয়ের দাবি, ফেব্রুয়ারি মাসে ‘হু’-র সদস্যরা গবেষণাগার থেকে ঘুরে গিয়েছেন। সেখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার দাবি আগেই খারিজ করেছেন তারা।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

Link copied!