ওমিক্রন: ওমরাহ পালনে যেসব নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০৫:৫৪ পিএম

ওমিক্রন: ওমরাহ পালনে যেসব নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের টিকা নেওয়া থাকলেও নতুন ধরন ওমিক্রনের কারণে ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। খবর দ্যা গার্ডিয়ানের।

দক্ষিণ আফ্রিকা থেকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শুরু।এখন তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালি এবং হংকংয়ে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন থেকে বাঁচতে কড়াকড়ি আরোপ করেছে। বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের পর সৌদি আরবও ভ্রমণে কড়াকড়ি আরোপ করে।

রবিবার (২৮ নভেম্বর) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া যায়নি। তবে ওমিক্রন ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মোট ১৮টি দেশের নাগরিকদের ওপর সৌদি আরবে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেশগুলো হলো-আফগানিস্তান, তুরস্ক,লেবানন,মালাবি, জাম্বিয়া, মাদাগাস্কার, মরিশাস, এঙ্গোলা, মোজাম্বিক, সিশেল, দক্ষিণ আফ্রিকা, কোমোরোস, লেসোথু,নামিবিয়া, বতসোয়ানা, ইউথুপিয়া ও এসওয়াতিনি।

এর আগে, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ থেকে বাঁচতে সাত দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে মধ্য প্রাচ্যের দেশ  সংযুক্ত আরব আমিরাত।

সোমবার (২৯ নভেম্বর) থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত যেসব দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে সেগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি।

Link copied!