ওমিক্রন: ২৪ ঘন্টায় প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৫:৩২ পিএম

ওমিক্রন: ২৪ ঘন্টায় প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ভাইরাসের এই নুতন ধরণের  সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের প্রবণতা ক্রমাগত বেড়েছে।

সোমবার (৩ জানুয়ারি) গত ২৪ ঘন্টায় বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। 

কোম্পানিগুলো জানিয়েছে, ওমিক্রনের জেরে কর্মী সংকট দেখা দিয়েছে। তাই এমন সিদ্বান্ত নিতে হচ্ছে। এরই মধ্যে ফ্লাইটের অনেক ক্রুর করোনা শনাক্ত হয়েছে। ফ্লাইটের অনেক কর্মীকে বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হচ্ছে

মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এওয়্যারের তথ্য অনুযায়ী, সোমবার গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রসহ  সারাবিশ্বে ৪ হাজার ৭৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইটের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের। ২ হাজার ৭৩৯টি ফ্লাইট অর্থাৎ অর্ধেকের বেশি ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। এ ছাড়া  রবিবার সারাবিশ্বে ১১ হাজার ৪৩টি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে বিলম্ব হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৯৩টি যুক্তরাষ্ট্রের ফ্লাইট।  

এর আগে, বড়দিনের ছুটিতে বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইনস কোম্পানির প্রায় সাড়ে সাত হাজার ফ্লাইট বাতিল হয়েছিল বলে ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এওয়্যার সূত্র জানায়।

 

বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে, করোনার অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রনের তীব্রতা অনেক কম। তবে এটি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম বলে বিজ্ঞানীরা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রে বেশি ফ্লাইট বাতিল হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মার্কিন কোম্পানিগুলো হলো ডেল্টা, ইউনাইটেড ও জেটব্লু। দেশটিতে বর্তমানে ওমিক্রনের ব্যাপক বিস্তার দেখা যাচ্ছে।

Link copied!