চীন ও বিশ্বের সার্বিক উন্নয়নে কাজ করছে সিপিসি: শি জিনপিং

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২১, ০৫:৫৯ পিএম

চীন ও বিশ্বের সার্বিক উন্নয়নে কাজ করছে সিপিসি: শি জিনপিং

চীন ও বিশ্বের সার্বিক উন্নয়নের জন্য কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) কাজ করে যাচ্ছে বলে জানালে চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি শি জিনপিং। এ সময় তিনি বলেন, মানবজাতির কল্যাণের পথে কোন দেশ বা জাতিকে বাইরে রাখা হবে না। প্রতিটি দেশই উন্নয়নের সুযোগ ও অধিকার পাওয়ার সমান দাবি রাখে। সিপিসির উদ্দেশ্য হল চীনের ১৪০ কোটি মানুষের জীবনমানের উন্নয়নের পাশাপাশি মানবজাতির শান্তি ও উন্নয়নে কাজ করা। বিশ্বের রাজনৈতিক দলগুলোর উচিত বিশ্ব শান্তি ও উন্নতির জন্য কাজ করা। সিপিসির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৬ জুলাই) বেইজিংয়ে অনুষ্ঠিত ‘সিপিসি ও বিশ্ব রাজনৈতিক দল’ শীর্ষ ভার্চুয়াল সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান, ব্যবসা, উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে বহুপাক্ষিকতার আড়ালে একপাক্ষিক চর্চার বিরুদ্ধে দাড়াতে হবে জানিয়ে বৈশ্বিক সার্বজনীনতা তৈরিতে সকলের সহায়তা চান তিনি। শি জিনপিং বলেন, বহুপাক্ষিকতার আড়ালে একপাক্ষিক চর্চার বিরুদ্ধে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে। পাওয়ার পলিটিকসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। চীন কখনোই আধিপত্যকামী হবে না। প্রভাব বিস্তারের চেষ্টা চালাবে না। চীন সবসময় উন্নয়নশীল বিশ্বের সদস্য থাকবে। আন্তর্জাতিক নিয়মনীতি অবশ্যই অল্পকিছু দেশের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে না, বরং সার্বজনীন স্বীকৃত হবে।

সিপিসির আন্তর্জাতিক বিভাগ ‘আইডিসিপিসি’ এ সম্মেলন আয়োজন করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এই সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে বাংলাদেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা), জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সাম্যবাদী দলের (মা-লে) নেতারা অংশ নেন। সম্মেলনে অংশ নেন বিশ্বের ১৬০টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ শতাধিক শীর্ষ নেতা ও ১০ হাজারের বেশি প্রতিনিধি। এই শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘জনগণের কল্যাণ :রাজনৈতিক দলের ভূমিকা’। প্রতিপাদ্যের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শি জিনপিং বলেন, সিপিসি বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে তাদের শক্তিকে কাজে লাগাতে চায়। করোনা মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা করতে চীন তার প্রচেষ্টায় কোন ত্রুটি রাখবে না। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি পূরণে চীন সর্বাত্মকভাবে কাজ করবে। দারিদ্র্য দূরীকরণ ছাড়া সারা বিশ্বের মানুষকে আমরা সমান অধিকার দিতে পারব না। ১৬০টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে দারিদ্র্য দূরীকরণ, টিকা, ধনী-দরিদ্র বৈষম্য কমানো এবং করোনা ভাইরাস মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ প্রয়াসে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। চীনের প্রেসিডেন্ট আরও বলেন, সিপিসি গঠনের শতবর্ষে বিশ্বের ১৭০টিরও বেশি দেশ থেকে দেড় হাজারের বেশি অভিনন্দন বার্তা এসেছে।

সম্মেলনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভার্চুয়ালি অংশ নেন। সম্মেলনে অংশ নেন বিএনপির ২৫ সদস্যের প্রতিনিধি দল।জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এ ছাড়াও সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ দলগুলোর নির্ধারিত নেতারা অংশ নেন।

Link copied!