জাতিসংঘ থেকে আফগানিস্তানের রাষ্ট্রদূতের পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ০২:৩৩ পিএম

জাতিসংঘ থেকে আফগানিস্তানের রাষ্ট্রদূতের পদত্যাগ

জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন আফগানিস্তানের রাষ্ট্রদূত। স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তালেবানের কট্টর সমালোচনা পর আফগান রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই পদত্যাগ করেন।

গোলাম ইসাকজাই আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের আমলে জাতিসংঘে নিযুক্ত হয়েছিলেন।

জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক জানান, গোলাম ইসাকজাই ১৫ ডিসেম্বর পদত্যাগ করেছেন।

এদিকে, গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটি অর্থনৈতিক সংকটে পড়েছে।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর গোলাম ইসাকজাই জাতিসংঘে আবেদন জানান, সরকার উৎখাত হলেও তিনি কেন জাতিসংঘে আফগান রাষ্ট্রদূত হিসেবে রয়ে গেছেন তা যেন জানানো হয়।

তালেবান সরকার জাতিসংঘকে এক চিঠির মাধ্যমে জানায়, তালেবানের মুখপাত্র সুহাইল শাহীনকে ইসাকজাইয়ের স্থলাভিষিক্ত করে নতুন রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।

ইসাকজাই চলতি বছর নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি তার দেশের নতুন কট্টরপন্থী শাসকদের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাস করেছে। যাতে বলা হয়, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি কে হবেন, এই পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বী হবেন এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!