জাপানের শততম প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ১২:৩৯ এএম

জাপানের শততম প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

জাপানের শততম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান এই নেতা দলটির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।  

বুধবার (২৯ সেপ্টেম্বর) দলটির ৪ জন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এলডিপির নেতা হিসেবে জয় পান কিশিদা।

এলডিপির সভাপতি নির্বাচনে দলের ৩৮২ জন পার্লামেন্ট সদস্যসহ মোট ৭৬৪টি ভোটের মধ্যে জয়ের জন্য এককভাবে কোনো প্রার্থীকে ৫০ শতাংশের ভোট পেতে হয়। এমনটি না হলে প্রথম দফায় এগিয়ে থাকা শীর্ষ ২ প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় নির্বাচন করা হয়। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটের সংখ্যা হ্রাস পেয়ে ৪৭টি জেলা শাখার প্রতিটির জন্য মাত্র একটি করে ভোট নির্ধারিত থাকে। ফলে দ্বিতীয় দফায় পার্লামেন্ট সদস্যদের ভোটের মূল্য অনেক বেশি।

এলডিপির দলীয় নেতা নির্বাচনে মোট প্রার্থী ছিলেন চারজন। তাঁদের মধ্যে আরেক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে করোনার টিকার দায়িত্বে থাকা মন্ত্রী তারো কোনো বেশ এগিয়ে ছিলেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোটদান শুরু হলে প্রথম দফার ভোটে কিশিদা ও কোনোর লড়াই চলছিল প্রায় সমানে সমানে। চূড়ান্ত গণনায় কিশিদা মাত্র এক ভোটে এগিয়ে থেকে প্রথম স্থান পান। তবে প্রধান দুই প্রার্থীর কেউই ৫০ শতাংশ সমর্থন নিশ্চিত করতে পারেননি। ফলে তাদের মধ্যে শুরু হয় দ্বিতীয় দফার লড়াই।

নির্বাচনের প্রথম দফায় কিশিদা ও কোনো ভোট পেয়েছিলেন যথাক্রমে ২৫৬ ও ২৫৫ টি। অন্য দুই প্রার্থী সানায়ে তাকাইচি ও সেইকো নোদা পান ১৮৮ ও ৬৩টি ভোট।

দ্বিতীয় দফায় ভোট গ্রহণের পর কিশিদা তাঁর সমর্থন ধরে রাখার বাইরে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের বড় অংশের সমর্থন নিশ্চিত করেন। কোনোর পক্ষের ভোট ব্যাপকভাবে হ্রাস পায়। দ্বিতীয় দফার চূড়ান্ত গণনায় কিশিদা পান ২৫৭ এবং কোনো পান ১৭৭ ভোট।

এদিকে জাপানের দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকায় আগামী সোমবার (৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দেশটির শততম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। পার্লামেন্টের উভয় কক্ষের বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশন সেদিন নতুন প্রধানমন্ত্রী বেছে নেবে।

Link copied!